Tuesday, January 4, 2011

প্রজাপতির ডানায় যখন জিপিএস

প্রজাপতির ডানায় যখন জিপিএস

মোঃ হাবিবুর রহমান, ১৪ ডিসেম্বর ২০০৯,

স্যাটেলাইটনির্ভর জিপিএস বা গ্লোবাল পজিসনিং সিস্টেম ব্যবহার করে আজকাল ড্রাইভিং থেকে শুরু করে সমুদ্র নেভিগেশন, আবহাওয়ার অবস্থা, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রভৃতি আধুনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে নিখুঁতভাবে। পৃথিবীর কক্ষপথে স্থাপিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। প্রকৃতিতেও এই ধরনের জিপিএস সিস্টেম ব্যবহারের উদাহরণ রয়েছে। উত্তর আমেরিকার মনার্ক প্রজাপতি প্রকৃতির এক বিস্ময়।
নির্দিষ্ট হেমন্ত মৌসুমে প্রায় ১০ লাখ প্রজাপতি দল বেঁধে দক্ষিণাঞ্চলে পাড়ি জমায়। দীর্ঘ চার হাজার কিলোমিটার পথ নিখুঁতভাবে পাড়ি দিয়ে ওরা পৌঁছে মেক্সিকোতে। সাধারণ এক পতঙ্গের এই দীর্ঘ পথপরিক্রমার রহস্য ভেদ হয়নি এতদিন। বিজ্ঞানীদের ধারণা ছিল, প্রজাপতি মস্তিষ্কের জৈব ঘড়ির সাহায্যে সূর্যের অবস্থান নির্ণয় করে তাদের নির্দিষ্ট পথ চিনে নেয়। কিন্তু সম্প্রতি মার্কিন বিজ্ঞানীদের এক গবেষণায় মনার্ক প্রজাপতির পথ চলার রহস্য উদঘাটিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পরীক্ষা করে দেখেছেন, প্রতি বছর হেমন্তে মনার্ক প্রজাপতিরা তাদের শুঁড়ে অবস্থিত ঘড়ি আর সূর্যের অবস্থান মিলিয়ে অসাধারণ এক জিপিএস সিস্টেমে তাদের দীর্ঘ পথ চিনে নেয়।
Source: Daily Amardesh

No comments:

Post a Comment