সপ্ত আশ্চর্য প্রজাপতিঅবাক করা কিছু প্রজাপতিও আছে দুনিয়ায়। তেমনি সাতটা অবাক করা প্রজাপতির কথা। গ্লাসউইং বাটারফ্লাইগ্লাসউইং বাটারফ্লাই মানে কাচপাখার প্রজাপতি। তো নামেই যখন কাচপাখা এদের ডানা তো স্বচ্ছ হবেই। এদের শিরার কোষগুলো কাচের মতো স্বচ্ছ। এদের বিচরণ মধ্য আমেরিকা থেকে মেক্সিকো পর্যন্ত।নেগলেক্টেড এইটি-এইট বাটারফ্লাইনেগলেক্টেড এইটি-এইট বাটারফ্লাই মানে অবহেলিত ৮৮ প্রজাপতি। প্রজাপতিটাকে দেখো। এরপাখায় ইংরেজি এইটি-এইট আর বাংলায় ৪৪ দেখতে পাচ্ছ? ব্রাজিলের এই প্রজাপতিদের এ জন্যই এমন নাম।জায়ান্ট আউল বাটারফ্লাইআউল বাটারফ্লাই বা পেঁচা প্রজাপতি হিসেবেই এরা বিখ্যাত। আকারে একটু বড়রা দানব হিসেবে পরিচিত। এদের পাখার দিকে তাকিয়ে দেখো_মনে হচ্ছে না কোনো পেঁচা তোমার দিকে তাকিয়ে আছে? প্রায় ২০ প্রজাতির পেঁচা প্রজাপতির সন্ধান মিলেছে। মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকার বৃষ্টিবহুল বনাঞ্চলে এদের ঘোরাফেরা করতে দেখা যায়।এমারল্ড সোয়ালোটেইল বাটারফ্লাইগাঢ় সবুজ রঙের এই প্রজাপতির ডানার নিচে দুটো লেজ আছে, যেন লেজের ডগায় দুটো পান্না ঝুলে আছে। সে জন্যই এমন নাম। দক্ষিণ ও পূর্ব এশিয়ায় এদের দেখা মেলে। এদের কিছু উপপ্রজাতির দেখা পাওয়া গেছে মিয়ানমার, বোর্নিও, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে।জেব্রা লংউইং বাটারফ্লাইজেব্রার মতো ডোরাকাটা এই প্রজাপতিদের ডানায়। তবে সাদা-কালো নয়, হলুদ-কালো। আমেরিকার ফ্লোরিডায় এদের সন্ধান পাওয়া গেছে।হোয়াইট মরফো প্রজাপতিসাদা মরফো প্রজাপতিরা ঘোরাফেরা করে মেক্সিকো, মধ্য আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলোতে। এদের ওপরের ও নিচের_সব অংশের পাখাই ধবধবে সাদা। তবে অল্প কিছু জায়গায় বাদামি দাগ আছে।পিকক পানসি বাটারফ্লাইএই প্রজাপতিদের দেখলে মনে হয় কোনো ময়ূর ডানা মেলেছে। এ জন্যই এমন নাম। এদের খোঁজ মিলেছে ভারতে।
Source: Daily Kalerkantho
Source: Daily Kalerkantho
No comments:
Post a Comment