অপকারী নাকি পরোপকারী? অধিকাংশ প্রজাপতি উপকার করে, এমনকি মরা প্রজাপতিও শুকিয়ে কাচের ফ্রেমে বা বোতলে সাজিয়ে বিক্রি করা হয়। প্রজাপতি ফুল থেকে ফুলে মধু আহরণের সময় পরাগায়ন ঘটিয়ে বীজ উৎপাদনে সাহায্য করে। তবে এর কীড়া অবস্থা ক্ষতিকর। কেননা এ দশায় কীড়া বিভিন্ন গাছ তথা ফসলের পাতা খেয়ে ক্ষতি করে।
No comments:
Post a Comment