Tuesday, January 4, 2011

মেক্সিকোর আকাশে উড়ছে হাজার হাজার প্রজাপতি।

মেক্সিকোর আকাশে উড়ছে হাজার হাজার প্রজাপতি।
Saturday 13 November 2010 09:55 PM



একটুখানি উষ্নতার সন্ধানে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রতি বছরের মত এবারও মেক্সিকোতে জড় হয়েছে অসংখ্য প্রজাপ্রতি। মেক্সিকোর আকাশে উড়ছে এসব রঙ্গিন প্রজাপতি। এই বর্নিল দৃশ্য দেখার জন্য ভীড় জমিয়েছেন দর্শনার্থীরা। কেউ কেউ ব্যস্ত ছবি তুলতে। জানাযায়, কানাডা আর যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে এসব প্রজাপতি বাস করে। সাধারনত শীত মৌসুম শুরু হবার পর পর ই এই প্রজাপতিগুলো উষ্নতার সন্ধানে মেক্সিকোতে পাড়ি জমায়। এক প্রাণী বিজ্ঞানী বলেন যে, প্রজাপতিগুলো এখানে ৫ মাস থাকবে। কানাডা ও যুক্তরাষ্ট্রে যখন শরৎকাল আসবে তখন প্রজাপতিগুলো আবার তাদের পুরানো বাসস্থানে ফিরে যাবে। ঘূর্নিঝড়ে বিদ্ধস্ত হয়েছিল মেক্সিকোর সংরক্ষিত বনাঞ্চল। তাই এবার প্রজাপতিগুলো বনাঞ্চল সহ জড় হয়েছে উন্মুক্ত জায়াগায়। যা তাদের স্বাভাবিকতায় ব্যাঘাত ঘটাচ্ছে। ধারনা করা হচ্ছে, আসন্য বর্ষা মৌসুমে বনাঞ্চল আবার সবুজ শ্যামলীমায় ভরে উঠবে। প্রজাপতিগুলো বংশবিস্তার করে যথা সময়ে পাড়ি জমাবে তাদের স্থায়ী ঠিকানায়। স্থায়ী জনগন জানান তারা মুক্ত আকাশে উড়ন্ত প্রজাপতির দৃশ্য খুবই উপভোগ করছেন।

No comments:

Post a Comment