Wednesday, January 5, 2011

প্রজাপতি, ও প্রজাপতি

প্রজাপতি, ও প্রজাপতি প্রজাপতি কে না চেনে? কে না ভালোবাসে? ফুলে ফুলে যখন ঘুরে বেড়ায় তখন কী দারুণ লাগে! তবে প্রজাপতি কিন্তু এমনি এমনি ফুলে ফুলে ঘুরে বেড়ায় না। মধুর লোভে। প্রজাপতিও ফুল থেকে মধু পান করে। আর প্রজাপতি কিন্তু যখন-তখন দেখা পাওয়া যায় না। ঠাণ্ডায় প্রজাপতিরা উড়তেই পারে না। প্রজাপতির শরীরের তাপমাত্রা ৮৬ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর হলেই শুধু ওরা উড়তে পারে। এ জন্যই শীতের সময় এবং ঠাণ্ডার দিনে এদের দেখা পাওয়া যায় না।
বসন্তের শেষেই প্রজাপতির ডিম ফুটে ছানা বেরোয়। প্রজাপতির ছানাদের দেখে আবার ভয় পেয়ো না যেন, কারণ ওরা দেখতে তো আর প্রজাপতির মতো নয়! তেখতে অদ্ভুত এই ছানারাই একদিন বড় হয়ে সুন্দর প্রজাপতি হয়।
Source: Daily Kalerkantho

No comments:

Post a Comment